Dark (Season 1) Bangla Subtitle!

২০১৭ সালের শেষের দিকে নেটফ্লিক্সে আসা ‘ডার্ক’ নামের জার্মান সিরিজটা সাই ফাই জনরাতে যেন নিয়ে এসেছিল নতুন এক চমক। সাই ফাই ও থ্রিলারের মিশেলে নির্মিত এ সিরিজের প্লট মূলত টাইম ট্র‍্যাভেলকে ঘিরে। জার্মানির একটি ছোট্ট শহরে বসবাসকারী মানুষদের জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে সিরিজে।

Related image

একই স্থান ও গল্পকে কী করে তিনটি পৃথক সময় একই সুতোয় বেঁধে ফেলতে পারে, এ সিরিজ না দেখলে বোঝা দায়। ১৯৫৩, ১৯৮৬ ও ২০১৯, এ তিনটি বছরে সে শহরে ঘটা ঘটনাগুলো ও ঘটনাগুলোর সাথে জড়িত মানুষগুলো কীভাবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে ও একে অন্যের অতীত, বর্তমান ও ভবিষ্যতে প্রভাব ফেলছে, তা দেখানোর মধ্যদিয়ে এক জটিল কিন্তু উত্তেজনাকর কাহিনীর চিত্রায়ণ হয়েছে ‘ডার্ক’ সিরিজে।

– – – – – – – – – – – – – – – – – – – –
☑ সিরিজ ইনফো
– – – – – – – – – – – – – – – – – – – –
ডার্ক
সিজন: ১
এপিসোড: ১০
ভাষা: জার্মান
জনরা: ড্রামা | ফ্যান্টাসি | মিস্ট্রি | সাই-ফাই | থ্রিলার
নেটওয়ার্ক: নেটফ্লিক্স
অনুবাদে: কামরুল হাসান শিমুল, সারাহ্ ইকবাল, হাসিবুজ্জামান হাসিব, রুবায়েদ হাসান, কুদরতে জাহান, মোহাম্মদ ইউসুফ, রবিউল হোসেন সুজন, ফুয়াদ আনাস আহমেদ।
সম্পাদনায়: সারাহ্ ইকবাল, হোসাইন সাদী।

– – – – – – – – – – – – – – – – – – – –
☑ লিংক
– – – – – – – – – – – – – – – – – – – –

If you dont see links here, links will be updated soon. Site work is on progress….

You may also like...